ছবি : ইন্টারনেট কেউ কী তোমায় শঙ্খদীপ বোস |
কেউ কী তোমায় আমার মতন
বাসছে ভালো উজার করে প্রাণ?
বৃষ্টিভেজা গভীর রাতে
জড়িয়ে ধরে শক্ত হাতে;
আগলে তোমায় বুকের ভেতর—
নিচ্ছে বুঝি ভালোবাসার ঘ্রাণ?
কেউ কী বলো তোমার মনে
দিচ্ছে হানা রাত্রি-দিনে?
তাই কী আমায় নেই মনে আর?
আমার প্রতি ভুলেছো সব টান?
যখন তুমি মুখ ফিরিয়ে
একলা বসে কান্না নিয়ে,
কেউ কী তোমার চোখ মুছে দেয়?
আদর করে ভাঙায় অভিমান?
কেউ কী তোমায় স্বপ্ন দেখায়?
ভালোবাসার গল্প শোনায়?
হাজার-হাজার কথার ভীড়ে
আমার স্মৃতি হয়েছে বুঝি ম্লান?
কেউ কী তোমায় আমার চেয়েও
বাসছে ভালো উজার করে প্রাণ?
sankhadeepbose691997@gmail.com
কলকাতা
Bah..
ReplyDelete