1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 21, 2020

দ্বিতীয় বর্ষ ।প্রথম সংখ্যা । শারদীয় সংখ্যা । কার্তিক । ১৪২৭

  সম্পাদকীয়

তরুণ চক্রবর্তী
সম্পাদক

                  বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজার প্রস্তুতি শেষের পথে । ঢাকে কাঠি পড়ার সময় হয়ে
 এলো  । শহরের শেষে,গ্রামের প্রান্তে, কাশফুল শরতের হাওয়ায় মাথা দোলাচ্ছে । আকাশেও পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে ।শিউলি তলায়, ভোরবেলায়, শিশির সিক্ত শিউলি ফুল শরতের জানান দিচ্ছে।  ওপর ওপর সবকিছু যেন ঠিক আছে, কিন্তু সবাই অন্তরে অনুভব করছে এক বেসুরো সুর । যা গত ছমাস ধরে আমাদের শরীর ও মন ক্রমাগত বিধ্বস্ত করে চলেছে । এই করোনাকাল কবে   যে শেষ  হবে ,কে জানে ! 
 তবুও প্রতিশ্রুতিমত আমাদের “ আগমনী’ সংখ্যা , পুজোর ডালি হিসাবে আপনাদের হাতে তুলে দিলাম । ভালো মন্দ বিচারের ভার সম্পূর্ণ ভাবে পাঠকের ।
       আমাদের দপ্তরে , পূজা সংখ্যার জন্য প্রচুর লেখা এসেছিল । তার মধ্য থেকে, নির্বাচিত লেখা গুলো আপনাদের কাছে নিবেদন করলাম । সমস্ত লেখক , যারা আমাদের লেখা পাঠিয়েছেন , তাঁদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ , প্রীতি ও শুভেচ্ছা।
       সমস্ত পাঠকদের , ‘ বইসই ‘ এর তরফ থেকে শারদীয় নমস্কার।

   ধন্যবাদান্তে 
   সম্পাদক 
   ‘বইসই'


আমার কথা


চিরঞ্জিত ঘোষ
প্রধান কার্যকরী সম্পাদক

“সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে। 
 ভয়েভ্যস্ত্রাহি নাে দেবি দুর্গে দেবি নমােহস্তুতে৷” 
দেবি, আপনি সর্ব কার্য ও কারণ-রূপিণী, সর্বেশ্বরী, সর্ব শক্তিময়ী ও দুজ্ঞেয়া।। 
দেবি, আপনি আমাদিগকে সকল আপদ হইতে রক্ষা করুন। হে নারায়ণি, আপনাকে প্রণাম।
                                                                                    … শ্রীশ্রীচণ্ডী

                      শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড়  উৎসব, দুর্গাপূজা। এবার মহামারী করোনার কারণে দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান। উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। বিভিন্ন দুর্গমতা সত্ত্বেও 'বইসই' ওয়েবজিনের দ্বিতীয় বর্ষ ,প্রথম সংখ্যা   ' আগমনী '  প্রকাশ করা হল। মা দুর্গার কাছে  একটাই প্রার্থনা করোনা মুক্ত পৃথিবী। দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। সকলে সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন।

        যারা আমাদের এই  সংখ্যার জন্য  লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও সহযোগিতার আশা রাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করুন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে
like ও follow করে রাখুন।


ধন্যবাদান্তে

প্রধান কার্যকরী সম্পাদক
 ' বইসই '



সূচিপত্র
লেখা পড়তে ক্লিক করুন

 ধারাবাহিক

গল্প

অণুগল্প

ছোটোগল্প

কল্পবিজ্ঞান
নভেলা

নাটক

ছড়া

কবিতা

ভ্রমন

প্রবন্ধ

পাঠ-প্রতিক্রিয়া

চলচ্চিত্র সমালোচনা

চিত্রলোক

No comments:

Post a Comment