![]() |
ছবি : ইন্টারনেট শুভঙ্কর দাস |
কয়েক হাজার রাত তোমার চুলে নেমেছে,
এলোমেলো থাক, সাজালেই ধ্যানভঙ্গ হবে।
হৃদস্পন্দনে মন্ত্র জপেছি শরীরি দালানে
গভীর- গভীরতায় বাঁচার ইচ্ছে হয়েছিল যবে।
জমাট রক্তগুলো তাপ পেয়েছে অন্ধকারে
বাধাহীন, দ্রুত ছুটে চলেছে প্রত্যেক কোষে।
অবাধ্য হাতদুটো আঁচড়ে পড়েছিল নরম দেয়ালে
মুহূর্তের স্তব্ধতায় সূর্য ওঠেনি ভোরের আকাশে।
shubhankardas.mumu@gmail.com
কোচবিহার
No comments:
Post a Comment