1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

নিয়মাবলী




১) লেখা মৌলিক হওয়া বাঞ্ছনীয় ।পূর্বে মুদ্রণ মাধ্যমে অথবা ডিজিটাল মাধ্যমে প্রকাশ হওয়া লেখা পাঠানো বাঞ্ছনীয় নয়।

২) বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করা বাঞ্ছনীয়।

৩) লেখার শেষে লেখকের নাম,ঠিকানা,মোবাইল নাম্বার,ইমেল-আইডি থাকা বাধ্যতামূলেক। জন্মতারিখ,পেশা,শখ ইত্যাদির উল্লেখ লেখকের ইচ্ছাধীন।

৪) গল্প /প্রবন্ধ অনধিক ৩০০০শব্দ,কবিতা অনধিক ৩০০ শব্দ,অনুগল্প অনধিক ৫০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়

৫) লেখার বিষয়বস্তুর স্বাধীনতা সম্পূর্ন লেখকের।তবে লেখার সাহিত্যগুন নির্ধারনের অধিকার সম্পুর্ন সম্পাদক মন্ডলীর।

৬) লেখা মনোনীত/অমনোনীত হলে ,ইমেলে জানানো হবে। কোনরকম ফোনালাপ উভয় পক্ষের থেকেই গ্রহনযোগ্য নয়।

৭) কেউ লেখা অলংকৃত করে পাঠালে,তা যদি বিষয়বস্তুর উপযোগী ও শিল্পগুন সমৃদ্ধ হয় তাহলে তা প্রকাশ হবে।নতুবা অলংকরণের দায়িত্ব সম্পাদকমণ্ডলীর।

৮) লেখার সাথে লেখকের নাম,ইমেল আইডি এবং লেখক যদি চান ও পাঠান,তার পাসপোর্ট সাইজ ছবি প্রকাশ করা যেতে পারে।

৯) বর্তমান অবস্থায় কোন সাম্নানিক দক্ষিনা দেওয়া সম্ভব নয়। বিষয়টি ভবিষ্যত পরিকল্পনার অংশ।সমস্ত সাহিত্যানুরাগীকে এই নবীন প্রচেষ্টা কে সর্বান্তকরনে সাহায্যের জন্য অনুরোধ করা হচ্ছে।

১০) বইসই ওয়েবজিনে প্রকাশিত লেখা,লেখক অন্য কোন জায়গায় প্রকাশ করতে চাইলে,সম্পাদকমন্ডলীর লিখিত অনুমতি প্রয়োজন।যেকোন লেখা প্রকাশের সময়,এটাই ধরে নেওয়া হবে,উপরোক্ত নিয়মাবলী লেখক কর্তৃক গৃহীত  ও মান্য।
         ধন্যবাদান্তে,
         তরুণ চক্রবর্তী
          সম্পাদক
           বইসই





বিস্তারিত জানতে শুধু মাত্র 
একটা WhatsApp করুন hi লিখে

'বইসই' WhatsApp নাম্বার : 

9433312136 





বইসই দরকারি লিঙ্ক সমুহ
ওয়েবসাইট - www.boisoi.com
ইমেইল - boisoiprakashani@gmail.com
টুইটার - @boisoi2019
ইন্সটাগ্রাম - @boisoiprakashani
ইউটিউব - @boisoiprakashani
হোয়াটসঅ্যাপ / মোবাইল নাম্বার  - 9433312136






 





2 comments: