প্রিয় সম্পাদক, প্রথমেই "বইসই" এর সাফল্য কামনা করি। মূলত ফন্টের বিষয়টি নিয়ে সবিনয় অনুরোধ। ওয়েবসাইটি সামগ্রিক ফন্ট বেশ ভালো লাগছে। যেমন জনপ্রিয় পোস্টসমূহ। কিন্তু বিভিন্ন লেখাগুলি যেমন বিভিন্ন ফন্টে প্রকাশিত হয়েছে। কিছু কিছু ফন্ট ওয়েবসাইটের জন্য একেবারেই দৃষ্টিনন্দন নয়। যেমন "চক্ষুদান", "ক্ষিতি - মাটির মানুষ" এর ফন্ট "পূজা" কিংবা "তিনটি প্রেমের কবিতা" লেখাগুলির ফন্ট হলে বেশ ভালো হতো। এছাটা Comment বক্সের ফন্টটি লেখার সময় ছড়িয়ে যাচ্ছে কিন্তু Preview তে বেশ ভালো দেখাচ্ছে। অনেক ধন্যবাদ।
প্রিয় সম্পাদক, প্রথমেই "বইসই" এর সাফল্য কামনা করি। মূলত ফন্টের বিষয়টি নিয়ে সবিনয় অনুরোধ। ওয়েবসাইটি সামগ্রিক ফন্ট বেশ ভালো লাগছে। যেমন জনপ্রিয় পোস্টসমূহ। কিন্তু বিভিন্ন লেখাগুলি যেমন বিভিন্ন ফন্টে প্রকাশিত হয়েছে। কিছু কিছু ফন্ট ওয়েবসাইটের জন্য একেবারেই দৃষ্টিনন্দন নয়। যেমন "চক্ষুদান", "ক্ষিতি - মাটির মানুষ" এর ফন্ট "পূজা" কিংবা "তিনটি প্রেমের কবিতা" লেখাগুলির ফন্ট হলে বেশ ভালো হতো।
ReplyDeleteএছাটা Comment বক্সের ফন্টটি লেখার সময় ছড়িয়ে যাচ্ছে কিন্তু Preview তে বেশ ভালো দেখাচ্ছে।
অনেক ধন্যবাদ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Deleteসম্পাদক