1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

বই প্রকাশ

       ‘বইসই প্রকাশনী’ বাংলা সাহিত্যের অনলাইন জগতে ,পাঠকদের কাছে একটি অতি পরিচিত নাম। তারজন্য আমরা ‘বইসই প্রকাশনী’র পক্ষ থেকে সকল পাঠককে ধন্যবাদ জানাই। আমাদের ত্রৈমাসিক ওয়েবজিন ’বইসই’, ফেসবুক পেজ ‘বইসই অণুগল্প’ ইতিমধ্যেই পাঠকদের মধ্যে প্রভূত সাড়া ফেলেছে।একটি ISSN স্বীকৃত অনলাইন প্রকাশনী হিসেবে আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ডিজিটাল মাধ্যমই ,প্রকাশনার জগতে মুদ্রন মাধ্যমকে শাসন করবে।সেই উদ্যেশেই আমরা সমস্ত লেখকদের কাছে খুলে দিতে চাই ,তাঁর সৃস্টির জন্য অনলাইন প্রকাশনার দরজা।সমস্ত ধরনের লেখা,সমস্ত লেখকই আমাদের কাছে স্বাগত।
          অগণিত পাঠকের ও লেখকের শুভেচ্ছা নিয়ে আমাদের এই নবতম প্রচেস্টা সাফল্যের মুখ দেখবে,আমরা নিশ্চিত।
ধন্যবাদান্তে
সম্পাদকমন্ডলী
‘বইসই’
শর্তাবলী 
১) লেখা মাইক্রোসফট word এ পাঠাতে হবে । 
২) লেখা মৌলিক হতে হবে । 
৩ ) লেখকের সাথে  স্বচ্ছ আলোচনা অনুযায়ী বইয়ের দাম এবং অন্যান্য বিষয়ে  যেমন প্রচ্ছদ ও অলঙ্করণের ব্যাপারে  সিদ্ধান্ত নেওয়া হবে।
৪) লেখার গুণগত মান দেখে বই প্রকাশের সিদ্ধান্ত একমাত্র প্রকাশকের ।  
৫ ) পিডিএফ pdf বইএর কপিরাইট প্রকাশকের । প্রিন্ট বইএর কপিরাইট লেখকের। 
৬ ) ধর্মগ্রন্থ ও রাজনৈতিক বা বিতর্কিত লেখা প্রকাশ করা হবেনা  |
৭ ) পিডিএফ বই বিক্রি বাবদ আপনি সর্বোচ্চ (৫০%) রয়্যালটি পাবেন।
৮ ) লেখা পাঠাবেন boisoi2019@gmail.com মেইল আইডিতে। 
৯) লেখা পাঠানোর ২ মাসের মধ্যে জানানো হবে আপনার লেখা বই আকারে প্রকাশ পাবে কিনা ।  
যে কোনও রকম সহায়তার জন্য যোগাযোগ করুন-
WhatsApp ৯৪৩৩৩১২১৩৬ 



 

1 comment:

  1. কবিতার বই প্রকাশ করা যাবে । এই জন্য টাকা লাগবে কিনা !

    ReplyDelete