আমার কথা
চিরাঞ্জিত ঘোষ প্রধান কার্যকরী সম্পাদক |
"খাচ্ছিল তাঁতি তাঁত বুনে ,কাল হলো এঁড়ে গরু কিনে" আমার অবস্থা ঠিক অনেকটা এই রকম। করছিলাম ডাক্তারি ,করতে আরম্ভ করলাম পত্রিকার কারিগরী সম্পাদনা।আসলে আমাদের অবচেতন মনের ভেতরে যে সূক্ষ ইচ্ছে গুলো জমে থাকে,তা বহিঃ প্রকাশের অপেক্ষায় থাকে মাত্র।সৃষ্টির কোন সময়ে কিছু প্রোটিনের একত্রী করণে যেমন প্রানের উৎপত্তি হয়েছিল,এবং বহু লক্ষ বছরের চেষ্টায় আজকের মানুষে পরিণত হওয়া,তেমনি আমার আর ডাঃ তরুণ চক্রবর্তীর কোনো এক হসপিটাল রাউন্ডে বইসই প্রাণ প্ৰতিষ্ঠা পায়। যেমনি প্রাণ প্ৰতিষ্ঠা পাওয়া ,তেমনি কাজে লেগে গেলাম।একটু একটু করে, আজ মহালয়ার পুণ্য লগ্নে বইসই ওয়েবজিন কে পূর্ণ রূপে উপস্থিত করতে পারলাম।আপনারা বিচার করবেন, ভালো না মন্দ, আমি সৃষ্টি সুখের উল্লাসে কাজ করেছি। ডাক্তারি করার ফাঁকে কম্পিউটার নিয়ে খেলতে খেলতে যে কাজ গুলি শিখেছিলাম, সেগুলি যে কোনোদিন এরকম ভাবে কাজে লাগবে তা আমার কাছে অভাবনীয়।
আজকের এই ডিজিটাল জগতে বইসই ওয়েবজিনকে সংযোজন করতে পেরে আমি খুবই আনন্দিত। যারা আমাদের প্রথম সংখ্যার জন্য লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের আরো ভালো ভালো লেখা দেবেন আশারাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং জানুয়ারি,২০২০ , বইমেলা সংখ্যার জন্য অপেক্ষা করুন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে like ও follow করে রাখুন। আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন ও বইসই ওয়েবজিন পড়ুন ও অপরকে পড়ান।
ধন্যবাদান্তে
প্রধান কার্যকরী সম্পাদক
' বইসই '
সূচিপত্র
লেখা পড়তে ক্লিক করুন
👇
কবিতা
বড়গল্প
গল্প
ছোটগল্প
ভ্রমণ
ছড়া
অনু গল্প
অনুবাদ সাহিত্য
প্রবন্ধ
খুব সুন্দর হয়েছে,অসংখ্য ধন্যবাদ সম্পাদকমণ্ডলীকে,এমন একটি উদ্যোগের জন্য����
ReplyDeleteধন্যবাদ...
Deleteসম্পাদক
"বইসই"
প্রিয় সম্পাদক, প্রথমেই "বইসই" এর সাফল্য কামনা করি। মূলত ফন্টের বিষয়টি নিয়ে সবিনয় অনুরোধ। ওয়েবসাইটি সামগ্রিক ফন্ট বেশ ভালো লাগছে। যেমন জনপ্রিয় পোস্টসমূহ। কিন্তু বিভিন্ন লেখাগুলি যেমন বিভিন্ন ফন্টে প্রকাশিত হয়েছে। কিছু কিছু ফন্ট ওয়েবসাইটের জন্য একেবারেই দৃষ্টিনন্দন নয়। যেমন "চক্ষুদান", "ক্ষিতি - মাটির মানুষ" এর ফন্ট "পূজা" কিংবা "তিনটি প্রেমের কবিতা" লেখাগুলির ফন্ট হলে বেশ ভালো হতো।
ReplyDeleteএছাটা Comment বক্সের ফন্টটি লেখার সময় ছড়িয়ে যাচ্ছে কিন্তু Preview তে বেশ ভালো দেখাচ্ছে।
অনেক ধন্যবাদ।
আপনার সুচিন্তিত মতামত ভবিষ্যতের পাথেয়।
ReplyDeleteধন্যবাদ
সম্পাদক
"বইসই"
আপনাদের এই নান্দনিক কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্যে আন্তরিক অভিনন্দন। আপনাদের পেশাগত দায়বদ্ধতা ছাড়া সাহিত্য জগতের প্রতিও আপনারা যে দায়বদ্ধ এটা দেখে আমি আপ্লুত। আমি নিজে একজন সাহিত্যপ্রেমী, কিছু লেখালেখিও করি। তাই আপনাদের এই কর্মযজ্ঞে আমি বিশেষভাবে অভিভূত। আপনাদের যাত্রা পথ মসৃন হোক প্রার্থনা করি।
ReplyDeleteএত সুন্দর ওয়েবজিন। পুজোর আগে দারুণ একটা ব্যাপার। শুভেচ্ছা সকলকে৷
ReplyDelete