1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

কবিচরিত



কবি থলে হাতে বাজার যান।
মনে তাঁর একরাশ ক্ষোভ 
কোনমতে সামাল দিয়ে 
আনাজপত্র থলেবন্দী করেন, সাধ্যমত।
সংসারে অনটন,কবিতায় পেট চলেনা
কলমের শব্দবিন্যাস বিপর্যস্ত
যেমনটা তার রান্নাঘর,সবই বাড়ন্ত !
সুকান্ত আর ক'জনই বা হয় !
কালোয়ারের গদিতে সময়টুকু কেনা,দশটা পাঁচটা
আত্মসমর্পিত পদাতিক সেনার মতো 
কবির নোয়ানো মাথা
লাল নীল সবুজ হরেক হিসেব খাতা
আনমনা, নিত্য কলম পেষা।
দুটো তিনটে ছুটকো টিউশানি,
ফেরতা পথে 
কবিতা তবু জড়িয়ে ধরতে চায় তাঁকে
জংধরা শেকলে,আষ্টেপৃষ্ঠে।
কবি'র শঙ্কা, এভাবে সবার কবিতা
যদি কলম থেকে একদিন হারিয়ে যায়?
ওরা যে খুব অভিমানী !
তাতে পৃথিবীতে কিছু কি আসে যায়
এ কথাটা কে'ই বা তাঁকে বোঝায়।


লেখক - ডাঃ অঞ্জন দাশগুপ্ত 
dasguptadranjan08@gmail.com

No comments:

Post a Comment