1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

গল্প প্রতিযোগিতা

গল্প প্রতিযোগিতার ফলাফল


বইসই প্রকাশনী আয়োজিত গল্প প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হলো।মাত্র দুমাস সময়কালে,এত লেখা আসায় আমরা অভিভূত।সকলকে ধন্যবাদ । প্রায় শ' খানেক লেখার থেকে তিনটি লেখাকে পুরস্কারের জন্য বেছে নেওয়া বেশ কঠিন কাজ।আমাদের বিচারকমন্ডলী সেই কাজটি অল্প সময়ের মধ্যে সুস্ঠুভাবে সম্পন্ন করেছেন।তাঁদের ধন্যবাদ। বাংলাসাহিত্যে ছোটগল্প একটি উজ্জ্বল সোনালি রেখা।আমাদের উদ্যোগ তাকে উজ্জ্বলতর করা।আমরা আশা রাখি, আপনাদের সক্রিয় সহযোগিতায় এই ধরনের প্রতিযোগিতা আমরা আগামী বছরেও করতে পারব। যে লেখকদের গল্প নির্বাচিত হয়েছে তাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।যাদের গল্প নির্বাচিত করা যায়নি,তাঁদের কাছে ভবিষ্যতে আরও ভালো লেখা পাঠানোর অনুরোধ রইল। পুরস্কৃত লেখক - প্রথম- সায়নদীপা পলমল (পাঞ্চজন্য) দ্বিতীয়- জয়দীপ মুখোপাধ্যায় (মহাপুরুষ) তৃতীয়- দেবেশ মজুমদার (আউট অফ সিলেবাস) নির্বাচিত গল্পের লেখক তালিকা— অনিরুদ্ধ চক্রবর্তী অর্পিতা বসু অভিষেক ঘোষ অঙ্কিতা বক্সী ডাঃ অরুণ চট্টোপাধ্যায় আশিস চক্রবর্তী আফতাব হোসেন আনন্দদীপ চৌধুরী ইন্দ্রানী ভট্টাচার্য্য ইন্দ্রানী দলপতি উত্তম চক্রবর্তী ঋতব্রত গুহ ঋভু চট্টোপাধ্যায় কবিতা সামন্ত কস্তুরী চ্যাটার্জি পত্রনবীশ ড: করণ দেবদ্যুতি কৌস্তুভ বন্দ্যোপাধ্যায় কৌশিক বাঙ্গাল গৌতম বিশ্বাস গোবিন্দ মোদক চিরঞ্জিৎ সাহা দেবাশিস দত্ত দেবানন্দ মুখোপাধ্যায় পল্লব পত্রকার পরমার্থ বন্দ্যোপাধ্যায় পিনাকী চক্রবর্তী পৌলোমী মুখার্জী বুমা ব্যানার্জি দাস বিদ‍্যুৎ চক্রবর্তী বিকাশকলি পোল‍্যে মন্দিরা ঘোষ মৌমিতা চক্রবর্তী মধুমিতা রায় চৌধুরী মিত্র মৌসুমী ঘোষ মৌমিতা ব্যানার্জ্জী মৌসুমী দেব-ঘোষ মিনু চক্রবর্ত্তী রাজকুমার মাহাতো রক্তিম ঘোষ রণজিৎ সরকার রবীন বসু রীনা ঘোষ রিয়া ভট্টাচার্য ডাঃ রিনি পণ্ডা শঙ্খদীপ বোস শাশ্বতী মুন্সী শ্রীজা গুপ্ত শান্তা শিকদার শান্তনু চ্যাটার্জী সমাজ বসু সমৃদ্ধি চ‍্যাটার্জী শুভাশিস পাল শুভঙ্কর দে শুভায়ন বসু সুনন্দা ঢালী স্নেহা আদক সুস্মিতা বন্দ্যোপাধ্যায় সুরশ্রী ঘোষ সাহা সৌরভ নাগ সৌরভ মুখার্জি হিমাদ্রী শেখর চক্রবর্ত্তী পুরস্কৃত লেখকদের অর্থমূল্য ও সব লেখকদের ই-শংসাপত্র দেওয়ার জন্য আমরা লেখকদের সাথে যোগাযোগ করে নেব। সব লেখাগুলিই দুই কিস্তিতে, ‘বইসই’ ওয়েবজিনের ‘গল্প সংখ্যা’য় এই মাসে এবং আগামী ফেব্রুয়ারী মাসে প্রকাশিত হবে। ধন্যবাদ ও শুভেচ্ছান্তে সম্পাদকমন্ডলী 'বইসই'



গল্প প্রতিযোগিতা


বইসই”ওয়েবজিনের পক্ষ থেকে একটি গল্প প্রতিযোগিতার আহ্বান করা হচ্ছে ।  নির্বাচিত গল্পগুলি আমাদের আগামী জানুয়ারী মাসের “গল্প" সংখ্যায় প্রকাশিত হবে । প্রথম তিনটি পুরস্কৃত গল্পকে অর্থমূল্যে পুরস্কৃত করা হবে । সমস্ত নির্বাচিত গল্পের লেখক/লেখিকাদের অংশগ্রহণের জন্য ই-শংসাপত্র প্রদান করা হবে । 

নিয়মাবলী:-

১) গল্পটি মৌলিক ও অপ্রকাশিত হতে হবে (মুদ্রণ ও ডিজিটাল মাধ্যমে )  । 
২) অনধিক ৩০০০ শব্দের মধ্যে লিখতে হবে । 
৩) নির্বাচিত লেখাগুলি,বইসই ওয়েবজিনে প্রকাশিত হওয়ার পরে ,সম্পাদকমন্ডলীর লিখিত 
অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা । 
৪) ইউনিকোড বা ওয়ার্ড ফরম্যাটে (.doc) বা মেল- বডিতে টাইপ করে পাঠাতে হবে । 
৫) লেখার সাথে অবশ্যই ইমেল আইডি , ঠিকানা , ফোন নাম্বার লিখতে হবে । 
৬) গল্প নির্বাচনের ক্ষেত্রে বিচারকমণ্ডলীর সিধ্বান্তই চূড়ান্ত । লেখা পাঠানোর জন্য কোন অর্থমূল্য লাগবে না ।সমস্ত লেখাই স্বাগত । 
৭ ) ইমেলের সাবজেক্টে 'গল্প প্রতিযোগিতা' লিখতে হবে। 

লেখা পাঠানোর শেষ তারিখ  ১৫ই ,ডিসেম্বর , ২০২০
লেখা পাঠাবেন boisoiprakashani@gmail.com মেল আইডিতে।

সম্পাদকমণ্ডলী 
বইসই
জন্য লেখা পাঠানোর অনুরোধ রইল






3 comments:

  1. খুব সুন্দর পরিবেশনাআমি ধ‍ন‍্য হলাম।😔😔😔

    ReplyDelete
  2. নিজের যদি কোন গল্প বইতে রাখা হয়, সেই জন্যও কি অনুমতি লাগবে?

    ReplyDelete
  3. ওয়েবজিনটি কবে প্রকাশিত হবে? নির্বাচিত লেখাগুলোর সুচিপত্র কিভাবে পাব?

    ReplyDelete