1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 12, 2022

তৃতীয় বর্ষ । দ্বিতীয় সংখ্যা । পৌষ । ১৪২৮


সম্পাদকীয়

তরুণ চক্রবর্তী
সম্পাদক
         

 ‘তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , 
এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । ‘ 
 বড়ই দুঃসময় এখন । শুধু এখন নয় , গত দুবছর ধরে । 
 দুবছর হয়তো মহাকালের হিসাবে কোন সময় নয় । কিন্তু একজনের মানবজীবনে অসীম কাল । 
 এই সময়ের বিষ বাস্পে সৃষ্টিশীলতা ক্রন্দনরত , অবরুদ্ধ । 
 আমাদের এই সংখ্যার সূচিপত্রের কলেবরেই তা পরিস্ফুটিত । 
তবুও আশা রাখি , আগামী সংখ্যায় , লেখকরা তাঁদের সৃষ্টির ডালি উজাড় করে আমাদের পত্রিকাকে সমৃদ্ধ করবেন । 
এই অতিমারি হয়তো শেষের দিকে । তবু মানব জাতি তার সর্বস্ব পণ করে লড়াই জারি রেখেছে । 
জয় আমাদের হবেই । 
‘ আমরা করবো জয় নিশ্চয় …………

ধন্যবাদান্তে
সম্পাদক
'বইসই'
     

আমার কথা
চিরঞ্জিত ঘোষ
প্রধান কার্যনির্বাহী সম্পাদক 

        এই সংখ্যার  ‘বইসই ‘ প্রকাশ হোল বাংলার এক মহান মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিনে । ১২ই জানুয়ারী এই যুগাবতারের জন্মদিনে কত স্মৃতি ভেসে আসে । বয়স বাড়ার সাথে সাথে , অতীতের পাল্লা , ভবিষ্যৎ কে ছাপিয়ে ক্রমশ ভারী হতে থাকে ।এটাই জীবন । 
      আমার বাড়ি হাওড়া শহরের বালিতে । কাছেই বেলুর মঠ । এইদিনে প্রত্যেক স্কুলের ছেলেমেয়েরা বিভিন্ন ভক্তিমূলক গান গাইতে  গাইতে শোভাযাত্রা করে পৌঁছতাম মঠ প্রাঙ্গনে। মঠ কতৃপক্ষের তরফ থেকে টিফিন হিসেবে আমাদের হাতে তুলে দেওয়া হতো , মিষ্টি পাউরুটি , কমলালেবু , কলা । আমরা বন্ধুরা মঠের মধ্যে ঘুরতে ঘুরতে টিফিনের সদ্ব্যবহার করতাম । তারপর মিশনের কলেজের বারান্দায় খিচুড়ি-আলুরদমের পঙক্তি ভোজন । তারপর দল বেঁধে বাড়ি ফিরে আসা । কিরকম একটা পিকনিক পিকনিক অনুভূতি মনে লেগে থাকতো । 
  এইভাবে কখন যেন বড় হয়ে গেলাম । স্কুলের গণ্ডি পেরিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হলাম । ১২ই জানুয়ারী দলবেঁধে মঠে যাওয়া বন্ধ হোল। এখনো মঠে যাই । কিন্তু শৈশবের সেই অনুভূতি , আরও অনেক কিছুর সাথে কোথায় যেন হারিয়ে গেছে । তবে , মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার প্রথম বছরের ১২ই জানুয়ারী আমার চিরকাল মনে থাকবে । কারন , কলেজের রাগিং ব্যপারটা সেদিনই প্রথম আমি সশরীরে অনুভব করেছিলাম । যাক , সে আরেক গল্প ।
           বইসই -এর  সবটাই তার প্রিয় সাহিত্যিক ও পাঠক-পাঠিকাদের জন্য। যারা আমাদেরএই  সংখ্যার জন্য  লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও সহযোগিতার আশা রাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করুন।সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমাদের প্রয়াস কেমন লাগছে অবশ্যই জানাবেন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে
like ও follow করে রাখুন।
ধন্যবাদান্তে
প্রধান কার্যনির্বাহী সম্পাদক
 ' বইসই '






সূচিপত্র
লেখা পড়তে ক্লিক করুন
গল্প

কবিতা

ভ্রমণ 
 শিল্পাঙ্গন
চিত্র সমালোচনা 

No comments:

Post a Comment