1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 12, 2022

আয়ু

 


আয়ু

সৌমিত্র চট্টোপাধ্যায় 


আকাশ থেকে ঝরছে বেদনা টুপ টাপ
খসে পড়ছে ঝরা পাতা, দেবদারু
দুর্ভিক্ষের পাতাল ছেয়ে গেছে ব্রাত্য উপনিবেশে

পাখিরা ছাড়ছে দেশ
কাঠপিঁপড়েরা রাস্তায় জনবিরল পরিধি টেনে দেয়
এক পৃথিবীর আয়ু প্রায় শেষ

উপদ্রুত সরোবরে কাঁদে স্বপ্ন বালিহাঁস
এইবার যে খেলা শুরু হবে
নগ্ন পায়ে হেঁটে যেতে যেতে
ছেঁড়া ছেঁড়া সবুজ ঘাসের আঁশ

মুছে গেছে নদীর মুখের সাদা ফেনা
এখন আর আসবেনা কেউ ভোররাতে
ফুসফুসে সাবেকি মাছের গন্ধ ভরে নিতে

জোয়ারর জল এসে ধুয়ে দিয়ে যাবে না

উদ্বৃত্ত কলুষের রেশ...


poesy.soumitra@gmail.com
দুর্গাপুর 


No comments:

Post a Comment