1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 12, 2022

উল্লাসের আবির্ভাব

 

ছবি  : ইন্টারনেট 

উল্লাসের আবির্ভাব 

কৃষ্ণ রায় 

 

ক্লান্ত মেঘ ঝিমানো আকাশ আরও 

বিষন্নতার মেঘ জমাতে থাকে

আমার ক্ষুদ্র সহজ উল্লাসে।

 

আরও ঘুম ভাঙার পরে যখন 

কাকের করুণ কান্নার কলরব

ভাসে, ঝিমানো তল্লাট আমার।

 

নেশার পর আবোল তাবোল শ্লোক

বৃষ্টি নামার অপেক্ষায় থাকি

এখন যেন বর্ষা কাঁদুক খুব।

 

আরও দলছুটের গল্প যখন শুনি

ফিরে আসেনি ঘরের ছেলে ঘরে 

বুকের ভেতর কান্নারা কেঁদে মরে।

 

সুখ পাখির স্বরের অপেক্ষায় 

এমনি করে দিন কেটে যায়

আসুক, এখন অনেক হল ঝড়।

 

রোদ্দু এল! কোথায় দেখি পুবে

ভেজা চোখ ছড়িয়ে গেছে গাল

এখন দু চোখ আলো দেখতে থাকে

                              দেখতেই থাকে

                               বহুদিন পর।

[ সমাপ্ত ]

krishnaroy.jpg2018@gmail.com
জলপাইগুড়ি


No comments:

Post a Comment