ছবি : ইন্টারনেট |
অন্ধকারের পথ ধরে
অশোক কুমার ঠাকুর
ঘুরছে মানুষ, ঘুরছে মানুষ
অন্ধকারের পথ ধরে
কোথায় আলো কোথায় আলো
পাচ্ছে না সে পথ ও রে!
পথগুলো সব কাঁটায় মোড়া
শ্যাওলা জমে পিচ্ছিলও
"এই পথেই চলতে হবে"
বার্তা কারা দিচ্ছিলো!
বার্তা শুনে যুব সমাজ
ছুটতে গিয়ে পথের টানে
ডুবলো তারা অন্ধকারে
খুঁজতে গিয়ে আলোর মানে!
আর হলোনা আলোয় ফেরা
হারিয়ে গেল পরখ করে
মরলো ওরা অন্ধকারেই
অন্ধকারের সড়ক ধরে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment