1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

একলা চলার মন্ত্র

ছবি  : ইন্টারনেট 
 

একলা চলার মন্ত্র 

ক্ষুদিরাম নস্কর


গাছের ডালে একটি পাখি 

গাইছিল তার গান,

সে গান বড় ব্যথায় ব্যাকুল

ছিন্ন যেন প্রাণ।


গান শুনে তার বলল গাছটি

কেড়েছ এ মন,

আমরা সবুজ নইতো অবুঝ

শিকড় গাড়া বন।


নই কেউ কালা সবাই বোবা

বোঝাই কার দুখ-সুখ,

হৃদয় দিয়ে বুঝতে পারি

যায় ফেটে তাই বুক।


দুঃখ যদি লাগে তোমার 

নদীর কাছে যাও,

একা চলার মন্ত্র তুমি 

সেথায় শিখে নাও।


...(সমাপ্ত)...

No comments:

Post a Comment