সম্পাদকীয়
তরুণ চক্রবর্তী সম্পাদক |
বইসই ওয়েবজিনের দ্বিতীয় বর্ষে ,প্রথম গল্প প্রতিযোগিতার পুরস্কৃত ও নির্বাচিত গল্প নিয়ে এই গল্প সংখ্যার প্রথম কিস্তি প্রকাশিত হলো।যে কোন গল্প প্রতিযোগিতার উদ্দেশ্য দ্বিবিধ,লেখকদের কাছ থেকে সংখ্যায় ও উন্নত গুণমানের আরও লেখা পাওয়া এবং পাঠকদের কাছ থেকে আরও মনোযোগ দাবী করা।প্রথম উদ্দেশ্য যে আমাদের সফল হয়েছে তা লেখার সংখা ও মাণেই প্রমানিত।এখন দেখার ,পাঠকের দরবারে আমাদের এই প্রয়াস কতটা সাদরে গৃহীত হলো।
বাংলা সাহিত্যে ছোটগল্প বরাবরই একটি উজ্বল নক্ষত্র।সেইজন্যই প্রতিযোগিতার জন্য ,বাংলা সাহিত্যের এই শাখাটিকেই আমরা বেছে নিয়েছি।এখন পাঠকই বলতে পারবেন ,আমাদের এই সম্ভার থেকে কোন গল্প সেই উচ্চতায় পৌঁছতে পারল কিনা।কারন যে কোন লেখার ,পাঠকই প্রধান বিচারক।
লেখক ও পাঠকদের আশীর্বাদ পেলে,আশা করি আগামী বছরেও এরকম প্রতিযোগিতার আয়োজন করতে পারব।
সামনের মাসে ,২১শে ফেব্রুয়ারী এই গল্পসংখ্যার দ্বিতীয় কিস্তি প্রকাশিত হবে।এপ্রিল মাসে সমস্ত নিয়মিত বিভাগের লেখা নিয়ে ‘বসন্ত সংখ্যা’ নিয়ে পাঠকের দরবারে হাজির হবো।
ভাল থাকুন,সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে,
তরুণ চক্রবর্তী
সম্পাদক
বইসই
বিচারকমণ্ডলীর প্রধান সদস্যর কথা
দিব্যেন্দু গড়াই বিচারকমণ্ডলীর প্রধান সদস্য |
বাংলা ভাষায় যিনি লিখছেন এবং যিনি পড়ছেন এই দুজনকেই এক ছাদের তলায় আনার প্রচেষ্টা বিভিন্ন অনলাইন ওয়েব ম্যাগাজিনের। আর সেই চেষ্টারই আরেক স্বরূপ হল গল্প-প্রতিযোগিতা। সত্যিই কি গল্প-উপন্যাস নিয়ে প্রতিযোগিতা সম্ভব? এভাবে কি আদৌ সাহিত্যের মান বিচার করা যায়?
আসলে ভালোবেসে লেখা গল্প, উপন্যাস, কবিতার তখনই সঠিক মূল্যায়ণ হয় যখন তা মনযোগী পাঠকের মন জয় করে। অনেকেই আছেন, যারা ভাল গল্প-উপন্যাস লিখছেন, কিন্তু কোথাও প্রকাশ করতে পারছেন না, তেমনই অনেক পাঠক আছেন যারা নতুন লেখা পড়তে চান কিন্তু পড়ার সুযোগ পাচ্ছেন না। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া বড় কথা নয়, আসল কথা হল এই সমস্ত সুযোগসুবিধাহীন লেখক ও পাঠকের সফল মেলবন্ধন ঘটানো। বাংলাভাষায় প্রকাশিত সমস্ত ওয়েবম্যাগাজিন এবং তাদের দ্বারা পরিচালিত গল্প-প্রতিযোগিতা নিরলস সেই চেষ্টাই করে চলেছে। বইসই ওয়েবজিনের এই গল্প-প্রতিযোগিতা তারই এক নিদর্শন।
প্রচুর গল্প পেয়েছি আমরা। পড়তে ভীষণ ভালো লেগেছে, ভালো লেগেছে, মোটামুটি লেগেছে, ভালো লাগেনি- সবরকমই আছে সেই তালিকায়। পাঠকের যেমনই লাগুক, লেখক সন্তানসম যত্ন নিয়ে তৈরি করেছেন গল্পের চরিত্র, গল্পের পটভূমি। তাই সকল লেখকের বইসইয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাপ্য। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সক্কলকে জানাই অজস্র ধন্যবাদ। আশা করব আপনারা সকলেই, লেখক ও পাঠকরূপে বইসইয়ের সমস্ত সাধু উদ্যোগের পাশে থাকবেন।
জয়তু বইসই।
দিব্যেন্দু গড়াই
বিচারকমণ্ডলীর প্রধান সদস্য
বিচারকমণ্ডলীর প্রধান সদস্য
আমার কথা
চিরঞ্জিত ঘোষ প্রধান কার্যকরী সম্পাদক |
গল্প একটা বহমান জীবন। কেউ গল্প লেখে, কেউ গল্প পড়ে । আমি গল্প পড়ার দলে, পড়ি। বইসই ওয়েবজিনের প্রধান কার্যকরী সম্পাদক হওয়ার দরুন অনেক গল্প পড়তে হয়।এই বার ছিল গল্প প্রতিযোগিতা । ফলে অনেক ভালো গল্প পড়ার সুযোগ হয়েছে। কিছু গল্প যেমন জীবনকে স্পর্শ করেছে আবার কিছু গল্প জীবনকে ছাপিয়ে গেছে।
যারা আমাদের গল্প সংখ্যার জন্য লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও সহযোগিতার আশা রাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করুন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে like ও follow করে রাখুন।
ধন্যবাদান্তে
চিরঞ্জিত ঘোষ
প্রধান কার্যকরী সম্পাদক
' বইসই '
সূচিপত্র
আউট অফ সিলেবাস : দেবেশ মজুমদার
সিঁড়িতে পায়ের শব্দ : শুভায়ন বসু
শান্তিবালার স্বর্গগমন : রীনা ঘোষ
কচুরির তেল ও অন্যান্য : রক্তিম ঘোষ
হাঁস গিয়েছে চুরি : চিরঞ্জিৎ সাহা
কাছের মানুষ কাজের মানুষ : রিয়া ভট্টাচার্য
মিনুর শেষকথা : মৌমিতা ব্যানার্জ্জী
তিন ইয়ার ও পরীনীতা : মৌসুমী ঘোষ
মণি থেকে পরীর পরী হয়ে ওঠা : কবিতা সামন্ত
মৃত্যুর পূর্বে : কস্তুরী চ্যাটার্জি পত্রনবীশ
পালাবার পথ নেই : পিনাকী চক্রবর্তী
মুক্তির স্বাদ : ইন্দ্রানী ভট্টাচার্য্য
অ্যাসিড : মধুমিতা রায় চৌধুরী মিত্র
No comments:
Post a Comment