লন্ঠন জবা
নিশীথ দে
গাছ টির নাম হল লন্ঠন জবা/ঘন্টা জবা/Chinese lantern । এই গাছকে ভিন্ন ভিন্ন অনচলে ভিন্ন নামে ডাকা হয় ।এর প্রকৃত নাম হল আবুটিলন । যারা ফুল গাছ ভালো বাসেন তারা এই গাছ সংগ্রহ করে বাগানে বসাতে পারেন । ২ থেকে ৩ রকমের লন্ঠন জবা ফুল গাছ এখন গাছের দোকানে অথবা নার্সারি তে পাওয়া সম্ভব । গাছ বারোমাস ফুল দেয় যদি গাছ কে ভালো করে যত্ন করেন । ছোটো ছোটো লন্ঠনের মতো ফুল সরু সিষ থেকে নিচের দিকে মুখ করে ঝুলে থাকে অনেক ফুল একসাথে গাছে দেখতে পাওয়া যায় । খুবই কম যত্নের ফুল গাছ । বেশি রাসায়নিক সার ভালো বাসে না এই গাছকে খুবই কম জৈব সার (মিক্সড সার) মাসে একবার দেবেন । বর্ষাকালে বৃষ্টি তে ভেজানো যাবে না বেশি জল গাছে স্প্রে ও করা যাবে না ফাঙ্গাস লাগে খুবই তারাতারি । মাসে একবার যেকোনো ফাঞ্জিসাইড গাছে স্প্রে করবেন । খুব গরমে ছাওয়া ভালো বাসে এই গাছ বেশি সূর্যালোকে রাখবেন না পাতার ডগা পুড়ে যাবে গাছ রুগ্ন হয়ে যায় । এই অল্প পরিচর্যা করলে আপনার লন্ঠন জবা গাছ অনেক লন্ঠন নিয়ে বারোমাস সেজে থাকবে।
No comments:
Post a Comment