ছবি : ইন্টারনেট |
খুকুর রাগ
স্বপনকুমার বিজলী
ছোট্ট খুকু রাগ করেছে
যাবে মামার বাড়ি
পড়বে না বই লিখবে না সে
মায়ের সাথেই আড়ি ।
বাবার কাছে বায়না ধরে
সে যেতে চায় চাঁদে
ইচ্ছে পূরণ হবে কি তার
জানতে চেয়ে কাঁদে ।
কুমকুমি আর কাচের চুড়ি
মা নিয়ে যেই আসে
রাগ ভুলে যায় চাঁদ মুখে সে
চিরন দাঁতে হাসে ।
মা'কে ধরে বলে খুকু
এই আছি বেশ সুখে
সব ভুলে যাই মধুর হাসি
দেখলে তোমার মুখে ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment