ছবি : ইন্টারনেট |
স্বপ্ন চোখে ন্যাংটো ছেলে
প্রদীপ্ত সামন্ত
ন্যাংটা ছেলে খেলনা হাতে
ঘুরছে খালি পায়,
মা বেঁধেছেন জড়ি বুটি
না লাগে নজর গায় ।
গলার হারে ঝুলছে তাবিজ
বাঁকা শাঁখের দাঁত,
ঘুনসিতে তার জালের কাঠি
বাদ যায় না হাত ।
এই ছেলেটাই দুপুর রোদে
দালান দুয়ার ঘোরে,
একটুখানি আচার পেলে
প্যান্ট পকেটে ভরে ।
বঁড়শি নিয়ে চার ফেলেছে
নিঝুম পুকুর ঘাট,
দাদার চ্যালা শুনছে সবই
এমনি আছে শাট।
গুলতি দিয়ে আম পেড়েছে
পাখির খোঁজও করে,
স্বপ্নে শুয়ে ঘুমিয়ে দ্যাখে
পাল্টে যাবে বরে ।
পরীর দেশে ডানা মেলে
উড়ছে পক্ষীরাজে ,
ছোট্ট নয় সে বড় হয়ে
বসেছে রাজার সাজে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment