ছবি : ইন্টারনেট |
আমার মা
তীর্থঙ্কর সুমিত
সাতসকালে মা যে আমার
ডাক দিয়েছে বাবু
তরাক করে বিছান ছেড়ে
উঠতে গিয়ে কাবু।
মা যে আমার দশভুজা
একাই তিনি একশো
চোখের কোণে স্বপ্ন হাজার
নানান কাজে ব্যস্ত।
ভালোবাসার মায়ার চাদর
তাকিয়ে আছে চেয়ে
জনম আমার ধন্য মাগো
তোমায় কাছে পেয়ে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment