1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Tuesday, January 4, 2022

মন

 


মন

 ডাঃ দীপক কুমার রায়


‌ভূমিতে থেকেও তুমি আকাশ ছুঁয়ে আস

কখনো মেঘের ভেলায় হাওয়ার মত ভাস

 

দৃপ্ত ক্ষিপ্র বেগে  যাও বিদ্যুতের ও আগে

দূর্বার আবাধ তবু বিচলিত অনুরাগে

 

নিজেকে দিতে জানো বিলিয়ে সদাই

সুপাত্র অপাত্র কিনা কোন বিচার নাই

 

মরুভূমির বালু কণায় স্ফটিকের মত

হিমাদ্রি শিখরে তুমি শান্তিতে শায়িত

 

ভাসতে জানো অনায়াসে সফেন সাগরে

ডুবতে পার অতলাতলের একান্ত গভীরে

 

মূহুর্তে দীপ্ত যে তুমি অশনির ন্যায়

কভূ ধ্যান মগ্ন স্থিতধী মুক্ত ঋষি প্রায়

 

কৈশোরে চঞ্চল মতি অস্থির সদা

যৌবনে উত্তাল মানেনা কোন বাধা

 

বার্ধক্যে স্মৃতির ভারে সদা জর্জরিত

তবুও চঞ্চল তুমি অবাধ্য যৌবনের মত


তুমি যে মন তোমায় কত নামেই জানি

পাওয়ার অসাধ্য তুমি দাও হাতছানি

dipakkumarrayonly@gmail.com    
    কলকাতা 

No comments:

Post a Comment