1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 21, 2025

ভালোবাসার গীতিকাব্য

 

ছবি : ইন্টারনেট

ভালোবাসার গীতিকাব্য

অসীম ভুঁইয়া

রূপসার বুকের দাগটি

এখনও আছে আগের মতোই

অথচ-

কত কত নখের আঁচড়

আলো খুঁজেছে যুগ যুগ 

আশ্চর্য এই দাগের রহস্য

যতবারই ক্ষত হয়ে ওঠে

ততবারই মিলিয়ে যায়-

সমুদ্রের বালিতে আঁকা যন্ত্রণাকে যেমন

ধুয়ে দেয় অবুঝ ঢেউ, ঠিক তেমনি

এভাবে আরও কতটা পথ হয়তো

পেরিয়ে যাবে স্বপ্নের উলটো উড়ানে

ভেঙে যাবে সমস্ত দুর্গ ও প্রাচীর

আকাশটা ফেটে চুইয়ে পড়বে

বিচিত্র জলরাশি...

প্রতীক্ষার মাত্রাগুলো একে একে

জুড়ে যাবে অক্ষরের গায়ে

তবু সবকিছু ভেদ করে দাগের ভেতর

সংগোপনে যে প্রাণ-কণাটি

বেঁচে থাকবে কয়েকটি আয়ু

তার নামই তো অপেক্ষা আর ভালোবাসার নীরব গীতিকাব্য।

...(সমাপ্ত)...




No comments:

Post a Comment