ছবি : ইন্টারনেট |
গুচ্ছ লিমেরিক
সঞ্জয় বন্দোপাধ্যায়
১) শীতকাতুরে এক হাতুড়ে
হাতড়িয়ে তার ডাক্তারি আর তাতেই পাড়া কাপান
রোগের খোঁজে করেন তিনি হরেকরকম চা পান
রোগের সহজ সমাধানে
মন্ত্র ঢালেন রোগীর কানে
শীতকাতুরে এই হাতুড়ে ফিস নিয়ে গা তাপান !
২) দর্শনধারী
দেববর্মার কাজিন শালার ছোট্টমাথার খুপরিতে
কব্জিপুরে দাওয়াত ছাড়া কিছুই কি ঢোকে হিমশীতে
নেই ঘরে যার ঘটিবাটি,
তার কোমরেও চাবিকাঠি
হার মানে লোক বুঝতে ব্যাটার দর্শনধারী ভঙ্গিতে ...
৩ ) ভূতোফিলিক ছড়া
ভূতবিষয়ে খুব দরদী চর্চা করার জেরে
ভূতরা আমায় বস ডাকে আর ওদের আমি 'গেঁরে'
ভাবার আগেই কাজ করে দেয়
এলো জীবন , ভাঁজ করে দেয়
মাছ ভেজে নিই মাছের তেলেই ভূতের রাজার বরে ।
৪) পিসির ছড়া
উড়ে এসে জুড়ে বসা বর্মার পিসি
তিনবেলা বসে খায় মিশোস্যুপ ,সুশি
বিষসাল সে জাপানে
কাটিয়েছে যে কারনে
মুখে আর রোচেনা যা সাদামাটা ,দিশি !
৫) দৃশ্য-খাবার
প্রাইজ পেলাম পদ্য লিখে হলাম ইলিশ-কবি
প্রাইজ বেঁচে সর্ষে-ইলিশ আঁকিয়ে নিলাম ছবি
সাজিয়ে ছবি ডায়নিংয়েতে
দেখছি সবাই খেতে খেতে
দৃশ্য-খাবার , এখন আমার এটাই নতুন হবি ।
...(সমাপ্ত)...

Bhalo laglo .....Sanjay Bandyopadhyay
ReplyDeleteSundor sompadona ....
Delete