1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, January 13, 2023

গ্যাজেনিয়া

গ্যাজেনিয়া 
বাঞ্ছারাম





গ্যাজেনিয়া একটি শীতকালীন ফুল। এর আদি নিবাস দক্ষিণ আফ্রিকা হলেও বর্তমানে এদেশের জনপ্রিয় ফুল হয়ে উঠেছে। গ্যাজেনিয়া ফুল বসন্তের শেষ থেকে গ্রীষ্ম পর্যন্ত প্রস্ফুটিত হয়, প্রায় ২-৩ সেমি ব্যাসের এবং ভিন্ন রঙের (হলুদ, গোলাপী, লাল, কমলা, সাদা) প্রভৃতি রঙের ফুলগুলি হয়। গ্যাজেনিয়া ফুল অনেকটা সূর্যমুখীর মতো দেখতে। পাহাড়ি এলাকায় এরা ভালো জন্মায়।





No comments:

Post a Comment