1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 12, 2022

কাঠের কথা

ছবি  : ইন্টারনেট 

 কাঠের কথা

রাজীব চক্রবর্তী

তবে তাই হোক,

 আমাদের এইসব জড়বর্ণ

 বিশুদ্ধ আবেগ,

 কূপজাত জল ও সাজোয়া -- সবটাই থাক আজ,

 বরং কাঠের কথা হোক তবে...

 যেখানে আশ্রিত হৈমকীট ও

 দূরতম দেশ থেকে উড়ে আসে পাখি

                                   বাসা করে রাখে,

 যেখানে কাঠের বুকে ভেসে আসে সবুজাভ আলো,

 জাতিস্মর স্বপ্ন কিছু,

 যেভাবে আসে দুধ কোনো বদ্ধমূল ধানের ভিতরে,

 থম ধরে থাকে, স্বর্ণচূড় আলো আর

 রমনীয় বিদেহী লণ্ঠন,

 কাঠ থাক, শব্দ থাক, তক্ষক শরীর পড়ে থাক

           আর থাক রমণীর পায়গামধারী জোড়া স্তন...

 এখন কাঠের কথা হোক --

 যেই কাঠে মিশে আছে ষড়ভূজ চন্দ্রকলা

                 আর এক রাত্রিভূক শ্বেতচন্দন...


crajib982@gmail.com
কলকাতা 

No comments:

Post a Comment