1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 12, 2022

রাত্রি তপস্যায়

ছবি  : ইন্টারনেট 

রাত্রি তপস্যায়
মলয় চৌধুরী

সব ভুলে চলে যেতে রাজি আছি
সেই গান শোনালে যে গানে
জোয়ারের জল ঘরে ঢুকে পড়ে
সদর দরজা খুলে যায়।
পথ হারানোর পথ খুঁজে দেবে
সেই বাঁশি বেজে উঠলে
শূন্যতা সব হাহাকার করে
অনুনাদী হয়ে যায়।

সব ফেলে চলে যায় চৈত্রের পাতা ঝরা
সব ঢেলে দিয়ে যায় গোপন শ্রাবণ,
হেমন্তের হিম লাগে ক্লান্ত পাখায়
মাটির গন্ধ মাখে আবাদি জীবন।

সব ফেলে ভেসে যেতে পারি
সেই ভাটিয়ালি টানে
দড়িদড়া ছিঁড়ে
মাঝি যদি ডাকে পাঁজর ভাঙার সময়।
নাম ঠিকানা বোঝাতে পারি না
সব মুখ অচেনা, অব্যক্ত পাথরের ভার
অপরিচিত পৃথিবীর কাছে জমা রেখে
যেতে পারি ঘনীভূত রাত্রি তপস্যায়।। 


জলপাইগুড়ি।

chaudhurymaloy@gmail.com

No comments:

Post a Comment