1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 12, 2022

নিগ্রো

 

Langston Hughes

নিগ্রো 

 (অনুবাদ) - বিবেক বাউলিয়া 

(মূল কবিতা - Negro - Langston Hughes)


 

আমি নিগ্রো

কালো তো একেবারে অন্ধকারের মতো

আফ্রিকার মতো গাঢ় কালো। 

 

আমি এতদিন দাস হয়ে ছিলাম 

সিজার আমাকে বলত, তার ঘরদোর পরিষ্কার রাখতে 

এমনকি ওয়াশিংটনের জুতও পালিশ করতাম।

আমি মজুরি হয়েও ছিলাম 

আমার হাতেই তো গড়ে উঠল পিরামিড 

উডওয়ার্থের বাড়িটাও তো আমার হাতেই তৈরি। 

 

আমি গায়ক ছিলাম 

আফ্রিকা থেকে জর্জিয়া সমস্ত পথ 

গেয়ে শুনিয়েছি আমার দুঃখের গান 

অথচ আমিই হয়েছিলাম হাসির পাত্র। 

 

আমি ছিলাম নির্যাতিত 

কঙ্গো তে বেলজিয়ানরা কেটে দিয়েছিল আমার হাত 

মিসিসিপি তে আমাকে করেছিল বিনা দোষে দোষী সাব্যস্ত।

 

আমি নিগ্রো

কালো তো একেবারে অন্ধকারের মতো

আফ্রিকার মতো গাঢ় কালো। 


বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা 

bibekbawlia2000@gmail.com

No comments:

Post a Comment