![]() |
ছবি-আন্তর্জাল |
প্রেম চায় ' না ছোঁয়া দুরত্ব '
আকাশ আর ভালবাসার কাহিনীর মতো
আকাশ কোনদিনও নামেনি নীচুতে,
মাটিও আছে এক জায়গায় থেমে
তবুও
আকাশ ভালবাসা উজাড় করে
বৃষ্টি হয়ে নেমে !
দুরত্ব নিয়েই আকাশ মাটি
ভালবাসায় বাঁচে !
আমিও দুরত্ব চেয়েছি চিরকাল
তোমার মন ছুঁয়ে দিতে পারে কোন সুপুরুষ
শরীর ছুঁতে পারে ধর্ষকও
কষ্ট ছুঁতে চেয়েছি আমি ,তাই
তোমাকে ছুঁইনি কোনোদিন ।
লেখক - তাপস দে
No comments:
Post a Comment