![]() |
ছবি-আন্তর্জাল |
আঙুলের
তলপেট বেয়ে
একটা
আবেগের নদী
বয়ে চলেছে
সাদা খাতায়
খাতার
বুকে নৌকার মতো
শুয়ে থাকা
ভাসমান
এঁড়ে কলম কিছুতেই ভাসবে
না আজ
বাইরে কি
সাংঘাতিক অন্ধকার
করে এসেছে
মেঘের — সে শুধু
চেয়ে চেয়ে
দেখছে আর ভাবছে
তার জরায়ু
দিয়ে বেরনো সমস্ত
প্রজনন
বিদ্যা আজকের মতো
লেখক - কৌশিক দাস
kousik.das9@gmail.com
অসাধারণ
ReplyDelete