1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

কলম



ছবি-আন্তর্জাল

আঙুলের তলপেট বেয়ে
একটা আবেগের নদী 
বয়ে চলেছে সাদা খাতায় 
খাতার বুকে  নৌকার মতো শুয়ে থাকা
ভাসমান এঁড়ে কলম কিছুতেই ভাসবে
না আজ

বাইরে কি সাংঘাতিক অন্ধকার 
করে এসেছে মেঘের — সে শুধু
চেয়ে চেয়ে দেখছে  আর ভাবছে
তার জরায়ু দিয়ে বেরনো সমস্ত 
প্রজনন বিদ্যা আজকের মতো
স্থগিত থাকবে কিনা!






লেখক - কৌশিক দাস
kousik.das9@gmail.com


1 comment: