1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

জঙ্গলের কবিতারা


জঙ্গলের কবিতারা
#
রোদের ডাকে দিচ্ছি সাড়া
নিচ্ছি হাওয়ার স্বাদ
তফাৎ গেছে শহুরে দৌড়
শ্রান্তি, অবসাদ
সর্ষে ক্ষেতের হলুদ চাদর
জড়িয়ে নিয়ে গায়ে
আজকে খানিক ইচ্ছে করেই
হাঁটছি খালি পায়ে
ওই পাহাড়ের পলাশবনে
গা ছেড়ে দিই যদি
সঙ্গ দেবে নাম না জানা
তিরতিরে এক নদী
লালমাটির এই রাস্তাগুলো
বনের ছায়ায় বাঁকে
শহর থেকে দূর, এখানে
সময় থেমে থাকে


#
নিঝুম রাতে
বারান্দাতে
দেখছি বন পাহাড়
আকাশ ঘিরে
তারার ভিড়ে
তরল অন্ধকার
কীসব জানি
ফিসফিসানি
গাছের বলার থাকে
হালকা হাওয়ায়
ঘুম এসে যায়
গল্প শোনার ফাঁকে



শহুরে সাতকাহন
#
সময়ভেদে বদলেছে দিন
বদলে গেছে রাত
বদলেছে হাসি কান্নার ভাষা
উপহার, সওগাত
রং পাল্টায় মুহূর্ত সব
খুচরোর ভিড় বাড়ে
এক বিছানায় দেহ পাল্টায়
আবছা অন্ধকারে
বাসে ট্রামে ফিরে কাজের শেষে
পাঁচমেশালি মন
ঘুমহারা চোখে শিলালিপি লেখে
শহুরে সাতকাহন
ভোররাতে জাগা নিস্পৃহ কানে
হাওয়াদের ফিসফিস
“মানুষ বড়ই একলা, পারলে
নিজেকে সঙ্গ দিস।“




লেখক-উদয়ন গৌতম

No comments:

Post a Comment