1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

আশ্বিন


ছবি-আন্তর্জাল

সোনালী রৌদ্র, সোনালী আকাশ, সাদা সাদা মেঘ।
কখনো সূর্য ঢেকে চলে যায়, বাতাসে হাওয়ার বেগ।
সে হাওয়াতে ভেসে বেড়ায় আগমনীর সুর,
ঢাকের তালে ভেসে বেড়ায় সে সুর বহুদুর।
ঘণ্টা, কাঁসোর, উলুধ্বনি, শাঁখের আওয়াজ,
মানুষের মন কে পবিত্র করে, আচ্ছন্ন করে তার মেজাজ।
"বাজলো তোমার আলোর বেণু" মহালয়ার অঙ্গ
নতুন জামা নতুন  পোষাক, রয়েছে তার সঙ্গ।
নতুন নতুন রেসিপি সব উঠলো মনে মেতে,
খাওয়া দাওয়া পেট পুজো সব রয়েছে পেটে সেঁতে।
ছয়খানা দিনের পরে হয় মায়ের বির্সজন,
তাই পরের দিন সকালবেলায় ঠাকুরতলা থাকে নির্জন।
বলি আসছে বছর আবার হবে, আবার তুমি এসো,
এই ভাবে বছর বছর আমাদের সাথে থেকো।।     

লেখিকা - আনিশা দাস
anishadas2107@gmail.com

No comments:

Post a Comment