1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

প্রতীক্ষা






এমনও অনেক দিন গেছে
তোমার সঙ্গে সাক্ষাৎ করব বলে
সন্ধ্যে বেলায় একাকী হেটেছি লাল মাটির পথে।
হাটতে হাটতে পেরিয়ে গেছি কত ক্লান্ত বীথিকা
নিজের অজান্তেই পৌঁছে গিয়েছি দিগন্তের তীরে
এখনও আমাদের  সাক্ষাৎ হয়নি
তবুও অক্লান্ত আমি প্রতীক্ষা করেছি
বয়সী বটের মতো
 কয়েকটি অভিযোজিত শতাব্দী।

এমনও অনেক দিন গেছে
তোমাকে স্বরচিত কবিতা শোনাবো বলে
পূর্ণিমা রাতে খাতা কলম নিয়ে ছুটে গিয়েছি 
 দিকশুন্য মাঠে, নদীর পাড়ে, যূথিকা ফুলের কাছে।
ওই দিঘল রাত আর রূপালী জ্যোত়্স্না
শব্দ মালা হয়ে ভরে উঠেছে কবিতার খাতা
লেখা হয়েছে পৃথিবীর দীর্ঘতম কাব্য।
তবুও শোনানো হয় নি তোমাকে
আমি তীব্র আশা নিয়ে প্রতীক্ষা করেছি
যেভাবে চতকেরা প্রতীক্ষা করে 
এক ফোটা বৃষ্টির জন্যে।

এমনও অনেক দিন গেছে
তোমাকে স্বপ্নে একান্তে পাবো বলে
পৃথিবীর নির্জনতম দ্বীপের
অন্ধকার ঘরে ঘুমিয়েছি বহু বছর।
তুমি এসেছ অস্বচ্ছ ছায়ার মতন
অপূর্ন অবয়বে সম্পূর্ণ অপরিচিতার বেশে।
রাত্রিকে আমি মিনতি করে আরও 
দীর্ঘতর হতে বলেছি
তবুও তোমাকে পাই নি আমার একান্ত স্বপ্নে
বুকের অত্যন্ত গহীনে।
আমি কেবল প্রতীক্ষা করেছি
যেভাবে নদী ব্যাকুল ভাবে প্রতীক্ষা করে সমুদ্রের জন্য।

আমি এখনো প্রতীক্ষা করি
যেভাবে আমৃত্যু প্রতীক্ষারত রয়েছে হিমালয় 
যেভাবে রাত্রি সাগ্রহে প্রতীক্ষা করে দিনের জন্য
যেভাবে ধ্বংস প্রতীক্ষা করে নবতম সৃষ্টির জন্য
ঠিক সেই ভাবে 
হয়তবা তার থেকে অনেক বেশি আগ্রহে
আমি প্রতিক্ষীয়মান তোমার জন্য।



লেখক - শান্তনু মণ্ডল
mandalsantanu5@gmail.com


No comments:

Post a Comment