
সময় হবে? তাকান একটু পিছনপানে ফিরে-
'৩৭০' বেশ পুরোনো,
'শোভন' ও আর কাটছে কই?
নতুন স্বাদের চমক নিয়ে,
এল এবার 'বইসই'।
'ঘন্টাখানেক পচে গেছে?
Zee বাংলায় .....Zandu চাই?
সন্ধেবেলায় করবেন কি?
হাতে দিলাম 'বইসই'।
'দিদিকে বলো'য় Cross
connection?
রাজনীতিতো ঘাঁটা দই-
মনের কথা আমরা বুঝি,
Mail এ পাঠালাম 'বইসই'।
বাংলা ছবি যায়না দেখা.....
'জীবনমুখী' ভাঙা মই?
তাইতো বলি চিন্তা কিসের,
মুঠফোনেতে 'বইসই'।
'বর্তমান' এ এই 'দেশ' এ,
অকারণে বড় হইচই,
মননে দিতে Oxygen-
Scroll করুন 'বইসই'।।
দারুণ!
ReplyDelete