1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

পাখি ও পুরানের শাস্ত্ররচনা





রাজপথে তখন আসন্নপ্রসবা আধুনিকতার অহং।
যেকোনো চরণ থেকেই শুরু হতে পারে উড়ান।

ডানায় প্রাণের ভর করে রাখে যে ক্যাপ্টেন,
কবি মুহুর্মুহু তার ছবি তোলেন সাদা পাতায়। 

আজকাল অহরহ শোনা যাচ্ছে নীলসাদা রঙের
মোড়কে আবৃত এক চঞ্চল হরিণীর কথকথা।

নাভিশ্বাস উঠে আসছে পাথরসময়ে। 
    
রামলীলা ময়দানের পেছনে দৌড়াচ্ছে  যে মরুউট, সে কি জানেনা,আকাশ সবার নয় !
 সে যেন, উড়ন্ত শামুকখোল 
আগামী ঘোর শীতে পাড়ি দেবে নীলাচলে। 

ভোরের নিস্তব্ধতা বিদীর্ণ করে যে ফুল, কলি থেকে জীবনের বৃহত্তর নৌকো ভাসাবে জলে,
তার গোপন গর্ভকেশরে রাখা আছে পাখির কুজন।

সুজনডাঙার মাঠে আজ সব রাজপথ না মিশলেও মিলনায়তনের সামনে বসে থাকা যে পাঞ্চজন্য পাখিটি নিটোল মোমের মতো ব্ল্যাক হোলের অভিজ্ঞতা বর্ণনা করছে-
কবি বলেন- দ্রৌপদী খুলে রেখেছে লজ্জাবস্ত্র সেই পাখিপুরানের খয়েরী পাখনায়।    


লেখিকা - শর্মিষ্ঠা বিশ্বাস
  


No comments:

Post a Comment