1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

পূজা





এল ই ডি বালবের ঝলকানিতে
জেগে ওঠে ধরণীর সমস্ত বিবেক---
মা আসছেন।
এখন কোনো অপরাধ নয়,
কোনো হিংসা নয়
কোনও বারুদের গন্ধ 
আতরকে ঢাকবেনা,
কোনো মায়ের কোল খালি হবেনা।
এখন মায়ের পা' য়ে সমর্পিত থাক
হিংসা,দ্বেষ, আক্রোশ, বৈরিতা;
সমর্পিত থাক জীবনের সমস্ত পাপ।

পূজা কাটলে পরে দেখা যাবে---
হিসেবের কড়ি বাঘে খেলো কি না ! 


লেখক - ডাঃ দেবানন্দ মুখার্জি 
iamdebananda@gmail.com


2 comments:

  1. খুব ভালো লাগলো

    ReplyDelete
  2. বেশ ভাল লাগল, ছিমছাম কবিতা।

    ReplyDelete