1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

তিনটি প্রেমের কবিতা

বিমূর্ত

কলিং বেল বাজাতেই,
আই হোলে দেখে নিয়ে,
মৃদু হেসে দরজা খুললে তুমি ।
রঙিন কাফতানে  ঢাকা,
তোমার শরীরে,
চন্দন বনের গন্ধ।
পেছনের জানালা থেকে,
ঢলে পড়া অপরাহ্নের আলোয়,
তৈরী হচ্ছিল ছায়া ।
যা আমাকে ক্রমাগত ঢেকে দিচ্ছিল,
রচিত হছিল কিছু বিমূর্ত মুহুর্ত।








                                                                                 
বোধ

আধো পরিসর
বিষণ্ণ শহর,
ছোট জানালা,
বড়ই কৃপণ রোদ।

তবুও যেন,
উত্তাপ আনে,
 ভালোবাসি,
এই বোধ।










ভালবাসা

ভালবাসা অব্যর্থ অসুখ।
তবু সুখ বলি তাকে।
প্রিয়ে,তীর কেউ ছুড়েছিল,
বিহংগের চোখে।
লক্ষ্যভ্রষ্ট হয়ে বাণ,
বিঁধেছিল বুকে।
তবু ব্যাথা নয়,
অব্যক্ত সুখে কাঁপে হৃদয় তাহার।
সুখ,শুধু সুখ।
ভালবাসার অন্য নাম,
অব্যর্থ অসুখ।







লেখক - বিপ্লব চক্রবর্তী

2 comments: