1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

কেউ নেই আজ




একটা সর্পিল রাত আষ্টেপৃষ্ঠে বেঁধেছে আমায়,
যেদিকে হাতড়াই কেউ নেই
কাঁটায় কাঁটায় হৃদপিণ্ড
জংশনের পাশে লাশ
পড়ে আছে তিন খণ্ড;
অন্ধকার নিকশ কালো
কেউ কি বলে দেবে কোন পথে সূর্য আসে,
কোন পথে সোনার আভায় আলোকিত মুখ?
কোন পথে ক্লোরোফিলের গন্ধ ভাসে,
গুমরে গুমরে কাঁদে দুজনের বুক!
এই পৃথিবী তো আমাদের ছিল একদিন
আমাদের সন্তানের
কোথায় হারাল সব?
কোথায় হারাল আজ জ্যোৎস্নার মায়াবী পিদিম!









লেখক - উত্তমকুমার পুরকাইত
 upurkait1978@gmail.com    


No comments:

Post a Comment