1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

মেঘের শরৎ





আকাশে আজ নীলের বন্যা নয়কো ষোলোআনা
দিগন্তের কাছে জমেছে খুচরো মেঘের ছানা
কখনো তারা কাঠবেড়ালি , কখনো ধেড়ে ইঁদুর
কখনো দুই আমেরিকার মানচিত্রের মুকুর
কখনো ধূমোল পাহাড়শ্রেণীর পুঞ্জ বেণীগুলো
কখনো উদাস ভেসে বেড়ায় পেঁজা পেঁজা
 তূলো,
বুড়ো বটের জটের মতো দাঁড়িয়ে আছে গাছ
 সারা শরৎ বেড়ায় পাড়া আনন্দেতে নাচ।
মুহুর্মুহু ছাঁদ পাল্টায় সকাল সন্ধ্যা বেলায়
কখনো দেখায় চাঁদের পরী মহাজাগতিক খেলায়,
বেলায় বেলায় মন পাল্টায় , পাল্টায় আমাদের  মনও,
আকাশ অধরা মনও অধরা---এই সম্পর্কে 'দোনো'
অপার অতল আশ্চর্যের সৌন্দর্য সাতনরি,
রঙ-বেরঙে  কখনো দেখায়  ময়ূরপঙ্খী তরী
উজান গাঙে যাচ্ছে ভেসে পাল-তোলা মন-পাখি।
দেখতে থাকি দেখতে থাকি অবশ বিবশ আঁখি- - -
উড়িয়ে দিই ইচ্ছে-ডানায় কল্পলোকের ঘুড়ি,
ভিজিয়ে যায় হাজার কিসিম মেঘের 
ইলশেগুঁড়ি  ।।


লেখক - বদরুদ্দোজা শেখু 
mdbadaruddoza@gmail.com

1 comment:

  1. খুব ভালো ছাপা হয়েছে।পাঠক মহাশয়েরা মন্তব্য করুন

    ReplyDelete