1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, September 28, 2019

চল রাজার মতে




লেখালেখি কর তুমি?
ভাবনায় শান দাও?
সামাজিক কাজ কর,
জীবনের গান গাও?

শাসকের মতিগতি
ঠিকঠাক বোঝা চাই,
তথ্যের সম্ভার
কিছু কিছু খোঁজা তাই।

চার্বাক হেরেছিল
'ধর্মে'র কাঠিতে,
গ্যালিলির সেই পথে,
নাক খত মাটিতে!

মাত্র কদিন আগে
খুন হন পানেশার,
যতই যুক্তি থাক
বাক্যের বানে তাঁর।

কালবুরগির দিন
তারপর হলো শেষ,
তার কথা ভেবে ভেবে
কেঁদে কেটে ম'লো দেশ।

দাভলকারের মতো
লোকজন চাই না!
'শান্তি'র দূত যত
প্রাণ নিল তাই না!

লংকেশ গৌরিও
ছিল ভুল লাইনে,
পেল ঠিক শাস্তি,
'যুক্তি'র আইনে।

মনে রেখো গোটা দেশ
রাষ্ট্রের জালিকায়,
'আরবান নকশাল'
সব্বাই তালিকায়।

স্বর্গের সম্ভার
সিস্টেম দিতে চায়,
কিছু লোক কেন ছাই
অপারগ নিতে হায়!


লেখক - পল্লব পত্রকার
pallabkumarparui@gmail.com

No comments:

Post a Comment