1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 21, 2020

একলা আকাশ

ছবি : ইন্টারনেট
                                                                               
মোহনা মজুমদার


ভালো বাসার অন্তিম নির্যাশ টুকু বুকে আকড়ে
ভোরের ঘুম বড়ই নিশ্চিন্ত,শান্তির ঘুম
অন্ধকারে ভেসে আসা এক পশলা আলো
কিছু রঙিন স্বপ্ন,ঝলমলে সকাল।
এক পৃথিবী বলবো বলে ছুটে আসা
খাতা খুলেই দেখি তাতে একলা আকাশ
তুমি তখন অন‍্য কারোর ঘর
কোথায় যাবো কোথায় যাবো 
ভাবতে ভাবতে ফিরে আসা টলমল পায়ে
অস্তিত্বেরা যেন হঠাৎ আবার জীবন সঙ্কটে।
নিজেকে প্রানপন গুটিয়ে নেওয়ার চেষ্টা
জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি
ক্ষনিক আগের ঝলমলে আকাশ
আমারই রয়েছে, আমার একার, একান্ত নিভৃতে।


digitallearning182@gmail.com
কলকাতা

No comments:

Post a Comment