![]() |
ছবি : ইন্টারনেট সুমনা মুখার্জী |
এক আকাশ মেঘ দিলাম বৃষ্টি হয়ে এসো,
উজাড় করে কথা দিলাম কাব্য হয়ে ভেসো স্বপ্ন হয়ে চোখের পাতায় বার্তা হয়ে সুরকে পাঠায় কন্ঠ জোড়া একতারাটির তান কে ভালোবেসো উজাড় করে সুর দিলাম গান হয়ে ভেসো। । বাদল রাতের বিরহনেশায় সামিল হতে এসো আকুল ঝড়ের হাহাকারে ব্যথার হাসি হেসো যাবার আগে একটা বার দেখা না হয় না হোক আর শুরু যখন হয়েছিল জানি হবেই তার শেষ ও আরজন্মে কারোর নয়,শুধু আমার হয়েই এসো।। |

sumanamukherjee21@yahoo.com
কলকাতা
No comments:
Post a Comment