![]() |
ছবি : ইন্টারনেট |
নক্ষত্রের ব্রিজ পেরিয়ে
এগিয়ে চলেছে নিঃসঙ্গ চাঁদ,
বেড়ে চলেছে রাত্রি,
হালকা মিহি এক দক্ষিণা বাতাস বইছে,
দুলছে কিছু ঘুমন্ত পাতা আর জানালার ধারে টবে রাখা একটি গোলাপের ফুল;
একটা রাতচরা পাখি ডেকে উঠলো হঠাৎ,
বাইরের ঝিরঝিরে বাতাসে গা ভাসিয়ে,
উড়ে চলেছে কিছু জোনাকি,
ভালোবাসার যদি সত্যি কোন রঙ থাকে,
তবে তা তুমি ।।
duttachayan247@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment