![]() |
ছবি : ইন্টারনেট ডা: প্রান্তিক ভট্টাচার্য |
আসবো আবার ফিরে শান্ত সে নদীতীরে ছায়াঘেরা মোর সেই গাঁয়- একাকী সঙ্গীহীন বিমর্ষ নিশিদিন পরবাসে মন নাহি চায়। ভেসে ওঠে আঁখি পানে দূরে ওই আম বনে ঝাঁকে ঝাঁকে মুকুলের রাশি, বুড়ো বট তারই কোলে দাঁড়িয়ে রয়েছে ঢলে পরম আদরে পাশাপাশি। তারই পরে মন্দির জাগ্রত রঘুবীর পাশেতে সজল সরোবর, ওই পারে পাঠশালা প্রত্যহ ভোরবেলা ধারাপাত পাঠেতে মুখর। হাটখোলা রথতলা কুমোরের আটচালা একে একে সব করি পার- মেঠোপথখানি ধরে আরো দুই বাঁক ছেড়ে দেবদারুতলে মোর ঘর। সেথা মোর ছেলেবেলা নিত্য সে হাসিখেলা মায়ের আঁচলঘেরা দিন- কবে হায় অগোচরে গেছি ফেলে পথ পরে মনমাঝে তবু অমলিন। দেশ কাল সীমানায় দেহ শুধু বাঁধা রয় আজও সেই কেঁদে ওঠে প্রাণ- সময়ের চাহিদাতে যত বলে ভুলে যেতে পিছুডাকে শিকড়ের টান ।। prantikbhttchr@gmail.com হুগলি |
No comments:
Post a Comment