1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 21, 2020

বাঘবন্দি খেলা

 

ছবি : ইন্টারনেট
                                                                             
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আমি  আমি জানি সবকিছু ক্ষণস্থায়ী,

তোমার আসা যাওয়া এখন চিলতে রোদ্দুর।

জীবনের নষ্ট কতগুলো পাতায়

সবুজের পিছনে এক অন্ধকার কালচে নিষ্ঠুর ।


নেই নেই করে এতোগুলো দিন,

সবসময় পরিচিত গন্ধ হয়েছে কর্পূর ।

তবু ওরা ভোলেনি,

ওই দিনগুলো যাকিছু স্মৃতিতে অম্লান মধুর

তাই এতোকিছুর পরেও রয়েছে চুপ ।


এখনো বলছো আমি ছিলাম থাকবো,

প্রতিটি দিনের শেষে লিখে করবো নির্মম আঘাত।

এরপর আঘাত দিয়ে লেখা আসে !

সেও এক শব্দ দিয়ে বাঘ বন্দি খেলা ।



sanjukolm@gmail.com
কলকাতা



No comments:

Post a Comment