![]() |
ছবি : ইন্টারনেট কৃশানু ব্যানার্জী |
চিন্তারা আজ ধর্মঘটে ভাবনারা আজ বন্দী। হতাশাগুলো কেবল আঁটে মনকেমনের ফন্দি। রাগগুলো সব হাতড়ে বেড়ায় মুক্তি পাবার পথ। দুঃখরা সব লক্ষ্য হারায়, ব্যর্থ মনোরথ। ভয়গুলো সব বুক ফুলিয়ে উল্লাসে আজ নাচে। ঘেন্নাগুলো ঘরের ভিতর মুখ লুকিয়ে বাঁচে। আবেগরা সব খামখেয়ালী খেলছে কেবল রোজ। মন যে করে বাঁচতে নিজে চিন্তাগুলোর খোঁজ। চিন্তারা আজ ধর্মঘটে ভাবনারা আজ বন্দী। হতাশাগুলো কেবল আঁটে মনকেমনের ফন্দি। ![]() |
krishanubanerjee929@gmail.com
পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment