![]() |
ছবি : ইন্টারনেট রোহিণী কান্ত রায় |
কবিতার অপার সৌন্দর্যের পিছু ছুটতে,ছুটতে
যেখানে আমি নিকোলাই গোগেল কিংবা
এজরা পাউন্ড এর মত সমস্ত জীবনটাই খরচ করতে রাজি
সেখানে কতটা শব্দ অপচয়ের পর একটি যথার্থ কবিতা হয়
সে ব্যাপারে আমি একদম বেহেসেবি,
জানি,অজস্র শব্দ অপচয় ও অকবিতা লেখে লেখেই
সব অকবি'রা একদিন কবি হয়েছিল
আর কেউ না বললেও ব্রজেনদাশ আমাকে বলেছে
একবার ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার পূর্বে
বাড়ির কাছে ছোট্ট নদীটি তাকে
কতবার পেরুতে হয়েছিল সাঁতারকে ভালোবেসে ।
rohini.shimulbari@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment