![]() |
ছবি : ইন্টারনেট |
উজ্জ্বল দাস
রাতেই জাগে চেনা ফুটপাথ
রাতেই তারা খসে।
রাতেই ঘুমোয় কাঠের জানলা
ওদেরও নিদ্রা আসে।।
সাক্ষী থাকা দেওয়াল ঘড়ি
মূক থাকে সব জেনে
মুখোশ পড়ে সকাল কাটে
দাম দিয়ে রাত কেনে।।
যত্ন করা একতারাটায়
ঘুন ধরে যায় রোজ,
পাখির পালক খসছে কোথায়
কে রাখে তার খোঁজ।।
হালকা জ্বরে দাগছে কামান
কোথাও হা হা কা র-
কোথাও যেন বিনা চিৎকারে
কোথাও সুবিচার।।
mujjwal.das@gmail.com
হুগলী
No comments:
Post a Comment