1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 21, 2020

দগ্ধ ঈশ্বরী

 

ছবি : ইন্টারনেট
                                                                         
সাগ্নিক সান্যাল

ক্ষুরাঘাতে প্লাবিত বিশ্বে

আমার দগ্ধ ঈশ্বরী শব্দহীন

তার আলোর ঔজ্বল্য চোখ আজ নিস্পৃহ।।

নদীতীরে কাশফুলে ছেয়ে গেছে চর

আমার চতুর্দিকে সেইসব

পেঁজা মেঘ মালা গেঁথে যাচ্ছে।

মেঘের পশমিনা ধানক্ষেতের আঙিনা

দিয়ে তার প্রবেশপথ প্রসারিত।

নিঃসঙ্গ মানুষ ভেসে যাচ্ছে

কাশবন থেকে তীব্রতম ঘন্টার আওয়াজের দিকে

নদীঘাট প্রাণ খুলে তারা ফিরে

উমা আসছে যে দ্বারে।

নাকি শুধু ভ্রান্তি, কোন মাতৃমুখ স্পষ্ট বেদনায় জাগে!

যারা দেখে নাই ,

অস্তিত্বের কাঠামো

হাড়গোড় রক্তের নহর

বিবস্ত্র খড়ে আশ্বিনের প্রতিমা

যারা মোছেনি পোড়া দাগ ক্লান্তিতে লুটিয়ে 

পড়া মুখ মায়ের আঁচলে,

ওদের বলে দিও

এই বিরহ বিলীন ভোরবেলায়

ঘরে ফিরবে না উমা।।

sagniksanyal99@gmail.com
হুগলী


No comments:

Post a Comment