![]() |
ছবি : ইন্টারনেট সুমন দিন্ডা |
একদিন অনেক কিছু হবে বলে চুপচাপ বসে আছি,
মৃত্যু কিংবা জীবন যেই থাকুক না কেন
ঢাল বেয়ে নেমে যাওয়া স্রোত কেবল ধাপ্পা নয়।
একদিন পাহাড় ভেঙে ঝরনা আসতে পারে,
পাথর গড়িয়ে বন্ধ হতে পারে চলাচল,
অথবা কুয়াশায় ভিজে যাওয়া পাতায় পাতায়
গাছেরা লিখে রাখবে সৃষ্টি উড়ান।
নাহলে অসুবিধা নেই,
সমতলে নামার পর গান আর প্রতিধ্বনি পায় না,
ওপরে উঠে যাওয়া বাতাস বয়ে নিয়ে যাবে
হারতে থাকা কোনো কবিতার আর্তনাদ।
সমুদ্র থেকে নাহয় একফোঁটা জল
বাস্প হয়ে হারিয়ে যাবে কালো বালির আগুনে।
কিছু একটা তো হবেই
রাত আর দিনের বাইরে কেবল প্রবাহ জানে
কখন আলো আসবে আর কখন নিভে যাবে চাঁদ।
sumandinda79@gmail.com
দঃ ২৪ পরগনা
No comments:
Post a Comment