![]() |
ছবি : ইন্টারনেট দেবস্মিতা মহলানবীশ |
আড়াল হয়ে আছে একটা মস্ত জলাশয়,
ওই ,যাকে লেক বললে বেশ লাগে তোমার;
একটা বক উড়ে আসে আর মাছরাঙা
ওত পেতে বসে আছে ডালে,
একটু দূরেই রংবেরঙের গ্লাডিওলাস বন,
ঘুরতে ঘুরতে একঝাঁক ফ্লেমিংগো এসে যায়।
রাতের আকাশে ববিপ্রিন্ট করে রাখে একঝাঁক তারা,
ওরাও আড়াল করে রাখে যত ম্যাজিক কোড,
হঠাৎ কেউ পড়ে ফেলতে দেখে আড়াল করে মেঘেদের সারি;
ঠিক যেমন আড়াল করে রাখা আধাঁর-
ভেসে যায় তরঙ্গের গায়ে।
সকাল থেকে নিম্নচাপের খবর দেখায় না নিউজচ্যানেলে,
উড়ে আসা পরিযায়ীর ডানায় পথ খুঁজে
একগোছা বেগুণী নীল গ্লাডিওলাস রাখা থাকে
পাথরের উপর-
বৃষ্টির জলে ভেজা পাথরের বুকের গায়ে,
এ সরল প্রত্যাবর্তন আড়াল করে রাখে পৃথিবী।
dmahalanabis@gmail.com
কলকাতা
No comments:
Post a Comment