![]() |
ছবি : ইন্টারনেট টুম্পা মিত্র সরকার |
একটা ছবি জল চিক্ চিক্ নদী
একটা ছবি আদরমাখা মুখ
একটা ছবি চরকি লাটাই ঘুড়ি
বুকের মাঝে আগলে রাখা সুখ ৷
একটা ছবি শিউলি তলার ভোর
আটুল-বাটুল-শ্যামলা-সাটুল মন
একটা ছবি ফুলের সুবাস মেখে
হাত বাড়িয়ে ডাকছে সারাক্ষণ ৷
একটা ছবি মিষ্টি ছড়ার গান
নীল আকাশের রঙবাহারি পাখি
সেই ছবিটা আজও তেমন করেই
দেয় পরিয়ে প্রীতি-গীতির রাখী ৷
একটা ছবি হীরকদ্যুতির আলো
চু-কিত-কিত রান্নাবাটির ঘর
মনউঠোনে উছল বারিধারা
ভিজতে থাকি বন্ধু পরস্পর ৷

tapassarkar.dearah@gmail.com
পূর্ব বর্ধমান
No comments:
Post a Comment